রাজা ও রাণী

“ওই শোনো গো কাক কোকিলে ডাকে,
সভায় তব লোক দেখ না কত!”
“না, না, কোথায় কাক কোকিলে ডাকে?
শব্দ হ’ল ঝিঁঝির ডাকের মত।
“ওই দেখ গো ভোরের আলো পেয়ে,
সভা তোমার উঠ্‌ছে যেন হেসে!”
“না- না, ও নয় দিনের আলো, প্রিয়ে,
উদয় চাঁদের রশ্মি ওঠে ভেসে।”
“হায় প্রিয়তম, ঝিল্লি তানের মাঝে,
মুখের বড় নিদ্রা তব সনে;
ভাবনা শুধু,- ফিরবে সভার লোক,
না জানি কি ভাব্‌বে তা’রা মনে!”

“সী-কিং” গ্রন্থ।