রাতের দেবতা দিয়েছিল যারে (গান)

গান

রাতের দেবতা দিয়েছিল যারে
দিনের দেবতা নিয়েছে কেড়ে,
পোহাতে রাতি স্বপনের সাথী
স্বপনেরি মত গিয়েছে ছেড়ে।
আঁধারের হিয়া মধুর করিয়া
চলে গেছে মোর সকল হরিয়া
ডুবে গেছে চাঁদ তবু উন্মাদ
জোয়ারের জল উঠিছে বেড়ে।

পাগল পরশ অঙ্গে লেগেছে
পাগল হয়েছি তাই গো,
পাগল-করা সে যুগল আঁখির।
নাগাল কোথায় পাই গো।
অন্ধ যামিনী বন্ধু আমার!
অন্ধ হিয়ার জান হাহাকার!
দেখ দেখ মোর জীবন আঁধার
ভুবনে কি মসী দিয়েছে মেড়ে।