রূপের মাধুরী

মিথ্যা কথা, পদ্ম নহে তুলনা তাহার,
লজ্জা মানে মৃগনাভি কেশবাসে যার;
কৃষ্ণভুরু ধনু তার পক্ষ্মরাজী শর,
প্রতি শর লাগে হায় প্রাণের ভিতর।
তীক্ষ্ণ যেন তরবারি দু’টি আঁখি তার,
প্রেমিকের প্রাণ ল’য়ে যুদ্ধ অনিবার!
অধরের কোণে কৃষ্ণ তিল শোভমান,
খুলেছে হাসী শিশু চিনির দোকান!
প্রদীপ্ত আলোক সম রূপশিখা তার,
প্রেমিক পতঙ্গ ফিরে ঘিরি’ অনিবার।
কপোল পরশে শুধু কাণের সে দুল্,
অধর ছুঁইতে পায় লবঙ্গের ফুল!
অনিন্দ্য সে রূপ তার রূপের মাধুরী,
কেবল পাষাণ প্রাণ, এই খেদে মরি।
কে জানে কতই লোকে কত কি যে চায়,
খুশ্‌হাল্‌ মুগ্ধ শুধু রূপের প্রভায়।

খুশহাল্‌।