আমার সুখের জন্ম নিশীথে, বৃদ্ধি আঁধারে তা’র!
ক্লান্ত পরাণে তাই ঘুরি ফিরি যেথায় অন্ধকার।
চিত্ত ব্যাকুল অঙ্কের মত কি যেন হাঁতাড়ি’ মরে,
মনের কুয়াসা মন জুড়ে আছে কিছুতেই নাহি সরে!
কাতরে কাটাই সারা দিনমান, কাঁদিয়া কাটাই নিশা,
সহি, দহি, ডাকি ভগবানে তবু শান্তির নাহি দিশা।
জার নিকোলাস্।