সার্থক দিন

আজিকার দিন যায় নি বিফলে,
পেয়েছি গো আজি তাহার দেখা!
হাসিতে মাণিক হাসিতে দেখেছি,
নয়নেরি জলে মুকুতা-লেখা!
দেখেছি দেখেছি তাহারি মুখ,
দুঃখ জীবনে জেনেছি সুখ;
(শুধু) তাহারে ফিরিয়া দেখিব বলিয়া
যাতনা ভুলিয়া যায় গো থাকা!

ম্যাক্সিম্‌ গোর্কি।