শিকারীর গান

মহুয়া গাছের তলে হরিণ চরে,
আরে, ঘাসের ‘পরে;
গুড়িগুড়ি বাঁকা পথে শিকারী চলে;
আহা, কতই ছলে!
মহুয়ায় হরিণের মন হরিল,
সারা বন ভরিল;
তীর বেগে হয়ে খাড়া ধনুকধারী
তীর হানে শিকারী।
মহুয়া গাছের ছায়ে হরিণ পড়ে;
লোহ লাগে শিকড়ে;
আহলাদে ফুকারিয়া চলে শিকারী,
আজি, আমোদ ভারি।
আরে! ধনুকধারী!