শিশিরের গান

কাঁদন আজি হায়,
ধ্বনিছে বেহালায়
শিশিরের;-
উদাস করি’ প্রাণ,
যেন গো অবসান
নাহি এর!
রুধিয়া নিশ্বাস
ফিরিছে হা-হুতাশ
অবিরল,
অতীত দিন স্মরি’
পড়িছে ঝরি’ ঝরি’
আঁখিজল।
সমীর মোরে, হায়,
টানিয়া নিতে চায়
করি’ জোর,
উড়ায় হেথা হোথা,
যেন গো ঝরা পাতা
তনু মোর!

পল্ ভার্লেন।