সৈনিকের গান

(গ্রীস্)

শড়্কির মুখে কর্ষণ করি
আমরা এমন চাষা!
কাতার নাহিক, কর্ত্তন করি
খড়েগ ফসল খাসা!
নিরস্ত্র করি শত্রু সকলে
নিরস্ত হই তবে,
পদতলে পড়ি’ ‘হুজুর’ ‘জনাব’
বলি’ তারা কাঁদে সবে।

আপনার ‘পরে আপনি কর্ত্তা
কর্ত্তা আপন ঘরে,
সাধ্য কি কেউ আমাদের আগে
সমরে অস্ত্র ধরে।