সমুদ্র-পান

হে নীলাম্বু! হে বিপুল! ইন্দ্রনীল-নীলাম্বর-সাথী!
সূৰ্য্যের বারুণী সুরা! যোদ্ধ-দেবতার বীরপান!
আসিয়াছি শূন্য শুষ্ক;- অন্তরের তৃষ্ণার নির্ব্বাণ
করিবারে চাহি ওহে! দ্রবীভূত অন্ধ অমারাতি!

চাহিনা অমূল্য মণি, মাণিক্য মৌক্তিক দিব্যভাতি,
কিম্বা সমুদ্রের মুদ্রা; আমি চাহি মহা মহীয়ান্
গুঢ় তব গরিমার সুদুলভ দুজ্ঞেয় সন্ধান;
ক্ষুদ্র দেহে রুদ্র মোরা সিন্ধু-গ্রাসী অগস্ত্যের জাতি।

সর্ব্ব-রস-রত্নাকরে পিয়ে লব একটি গণ্ডূষে,
পূর্ণ হব সৰ্ব্ব রসে বজ্র-গর্ভ মেঘের মতন;
সমুদ্রের মহাভদ্রাণী পরিণত করি’ রিক্ত তুষে
উদ্ঘাটিব পাতালের বিচিত্র প্রবাল-কুঞ্জবন;
শস্য-পরিপূর্ণ হবে সপ্ত সাগরের সার শুষে,-
আহরিব আত্মা-মাঝে অমূর্ত সমুদ্র অসেচন!