সন্ধ্যামনি

মণি আমার সন্ধ্যামণি!
দিনের আলোর শেষ-দুলালী! দিনে নিশায় ডুব এখনি,
সন্ধ্যামণি!
ফুট্লি রে তুই ফুরিয়ে বেলা
সাঙ্গ যখন রঙের মেলা
অস্ত-রবির রক্ত-রাঙা অশ্রুবিন্দু তোমায় গণি
সন্ধ্যামণি!

তিমির-জলে শেষ তৃণ তুই হেমবরণী!
চারদিকে তোর খাদ আঁধারের অঙ্গারেরি অতল খনি
সন্ধ্যামণি!
ভ্রমর ডানা গুটিয়েছে তার,
দেখ্তে ওরূপ আস্বে কে আর?
অজগরে অঙ্গ মুহু জড়ায় তোমার, রন্ধ্রে শনি,
সন্ধ্যামণি!

“না গো আমি ডুবব না গো ভাবনা নাই,
আঁধার আমার ভ্রমর হয়ে আসছে, চেয়ে দেখ্ছি তাই,
ভাব্না নাই!
অন্ত-পথে দীপ দেখিয়ে
ললাট আলোর পায় ঠেকিয়ে
সফল হ’ল অরুণ আমার তরুণ হিয়া, আর কি চাই,
ভাবনা নাই।”