সন্তানক

নন্দন-বনে কল্পতরুর পাশে
সন্তানকের শ্যামল বিন হাসে;
স্বর্গ-বায়ুর নিশ্বাস লাগে গায়,
মর্ত্তমানব সন্তান-বর চায়।

সন্তানকের ফুল দেবতার বরে
স্বপনে ঝরিয়া মানুষের কোল ভরে;
কোলে পেয়ে নিধি হিয়া বিস্ময়াকুল!-
সন্তান হয় সন্তানকের ফুল!

আনে সে জীবনে নন্দন-আহলাদ-
কল্পতরুর কাম্য ফলের স্বাদ;
কল্প-লোকের সুষমা ভুবন ছায়,
স্বর্গ-সোপান- চক্ষে সে দেখা যায়!

ছোট ঘোট ঘোট নন্দন যার ঘরে
নন্দন-বনে সেই তো বসতি করে,
সেই স্নান করে মন্দাকিনীর নীরে,
ক্ষুধা সে মিটায় স্বর্গ-ধের ক্ষীরে।

নন্দন-বনে কল্পতরুর কোলে
সন্তানকের শোভন বিতান দোলে;
কল্পতরু- সে সব নিধি দান করে,
বুক ভরে শুধু সন্তানকের বরে।