স্বপ্ন শেষে গেল ল’য়ে মোরে তা’র পাশে;
বিশ্বময় অন্বেষি’ পাই নি যার দেখা!-
দেখিলাম চন্দ্রলোকে সে আজি নিবসে,
হ’য়েছে সুন্দরী আরো; কোমলতা মাথা
হাতখানি হাতে রেখে, কহিল “যদ্যপি
মিথ্যা নাহি কহে আশা, তবে তুমি হেথা
রবে এসে চিরকাল মোর কাছে; কবি!
কত না যাতনা দি’ছি,- দি’ছি কত ব্যথা;
কিন্তু দিবা মোর ফুরা’ল সন্ধ্যার আগে।
সে আনন্দ কে বুঝিবে? ভুঞ্জি যাহা এবে;
তোমার অপেক্ষা শুধু, আছি শুধু জেগে
নিরখি’ তোমার পথ; কবি, এস তবে।”
হায় রে ফুরা’ল কেন স্পর্শখানি তা’র,
কেন বা থামিল বাণী স্বর্গ সুষমার!
পেত্রার্ক।