স্নেহের নিরিখ্

কাঁটায় তুলে তৌল্ করে মহাজনের মাল,
নিখ্তি ক’রে সোনার ওজন জানে;
ব্যাভারে পাপ ঢুকলে পরে, দেখছি চিরকাল,
আইন বহির নিরিখ্, লোকে মানে।

কিন্তু তোরা জানিস, কিগো? বল্তে পারিস্ মোরে?
পেয়ে কোলে প্রথম ছেলে (ম’রে আবার বেঁচে)
মা-হওয়ায় যে নূতন সুখে মায়ের পরাণ ভরে,-
সে ধন ওজন করার নিরিখ্ নিখ্তি কোথায় আছে?

ক্যাপ্লন্।