আমারে মার্জ্জনা কর, হে কবি-সমাজ!
-এতক্ষণ গাহিলাম যাহাদের গান,-
ভুল যদি ঘটে থাকে ক্ষমা কর, আজ
বিদায়ের অশ্রুজলে হোক অবসান
আমার সকল ত্রুটি। ভালবাসি ব’লে,-
চেয়েছিনু বাড়াইতে তোমাদের যশ,
গিয়েছিনু ছড়াইতে নব নব দলে
তোমাদের অন্তরের চির-নব রস;-
আনন্দের আত্মীয়তা করিতে স্থাপন-
লঙ্ঘিয়া সকল বাধা,- ভাষা, কাল, দেশ,
বর্ণ, জাতি, পাঁতি, কুল;- ছিল এ মনন;
নাহি জানি কি করিতে করিনু কি শেষ।
সুদূর অতীত হ’তে পা’ব কি ইঙ্গিত?-
ব্যর্থ কি সার্থক, হায়, আজিকার গীত!