অন্তরে কাঁদিয়া ফিরে মোহময় তান,
থেমে গেলে গান!
বকুল শুকায়ে গেলে,- তবু তা’র ঘ্রাণ
মুগ্ধ করে প্রাণ!
গোলাপ ঝরিলে তার পাপ্ড়ি বিছায়
প্রিয়ার শয্যায়;
তুমি গেলে ভালবাসা পড়িবে ঘুমায়ে
স্মৃতিটি জড়ায়ে!
শেলি।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
অন্তরে কাঁদিয়া ফিরে মোহময় তান,
থেমে গেলে গান!
বকুল শুকায়ে গেলে,- তবু তা’র ঘ্রাণ
মুগ্ধ করে প্রাণ!
গোলাপ ঝরিলে তার পাপ্ড়ি বিছায়
প্রিয়ার শয্যায়;
তুমি গেলে ভালবাসা পড়িবে ঘুমায়ে
স্মৃতিটি জড়ায়ে!
শেলি।