তোমার আমি কেউ নহি গো (গান)

গান

(হায়) তোমার আমি কেউ নহি গো
সকল তুমি মোর,
(আজ) চাইলে তোমায় পাই যে কাছে
(আর) নাই যে তেমন জোর।
ওগো) হৃদয় তবু হাহাকারে,
(কেন) কেবল ডাকে হায় তোমারে,
(আমার) আকুল আঁখি তোমায় খোঁজে
খোঁজে আঁখির লোর।
(এই)। ভুবন-ভরা শূন্যতা আর সইতে পারিনে,
অন্ধকরা অন্ধকারের অন্ত হেরিনে,
(আমি) সকল বেলা কেবল ভাবি
কোথাও কিছু নাইক দাবী,
(হায়) বিনি সূতার মালা মোদের
(মাঝে) নাই রে বাঁধন-ডোর।