উৎকণ্ঠিতা

ওই গো আবার আকাশ ডাকে,-
আকাশ ডাকে ওই!
এমন সময় বাইরে থাকে?-
ছুটিই বা তা’র কই?
ওগো, তুমি ফিরে এস, ফিরে এস গো!
তোমায় ঘরে দেখে আমি নির্ভাবনা হই।

আবার আকাশ উঠছে ডেকে;
কখন গেছে সেই;
বাড়্‌ছে বাতাস থেকে থেকে,
ফির্‌তে কি তা’র নেই?
ওগো, তুমি ফিরে এস ফিরে এস গো!
তুমি কাছে থাকূলে ত’ ভয় পাইনে কিছুতেই।

ভেঙে বুঝি পড়্‌ল আকাশ
পড়্‌ল বুঝি ওই;
এমন দিনে ও নেই অবকাশ,-
একলা সারা হই!
ওগো, তুমি ফিরে এস ফিরে এস গো,
তোমার কাছে বসে আমি নির্ভাবনা হই।

চীন দেশের ‘শী-কিং’ গ্রন্থ।