ভুল ছিলো

কত অভিমান বুকে জমায়ে
দিয়েছি তোমায় আমি ফিরায়ে,
ভুল বুঝে দিয়ে গেছি দুঃখগুলো
বুঝিনি সেদিন কত ভুল ছিলো।

ভুল ছিলো, ভুল ছিলো, শুধু ভুল ছিলো
কখনও তোমায় কি আমি বাসিনি ভালো?

আজও তুমি আমি জাগি ঘুমহারা রাত
আজও দু’জনায় দেখি রাত জেগে চাঁদ,
বাধভাঙা জোছনারই স্নিগ্ধ আলো
কত দূরে দু’জনাতে তবু বাসি ভালো।

আজও সেই চেনা সুরে গেয়ে যাই গান
তোমাকে খুঁজে ফেরে পরিচিত তান,
নিশুতি আঁধার রাতে জোনাকির আলো
কত দূরে দু’জনাতে তবু বাসি ভালো।

কন্ঠ: তোনি
সুর: রাজীব হোসেন