চাঁদ কিছু আলো
তোমায় মেখে দিলো,
রঙিন স্বপ্নে কখন
যেন গোধূলী এলো।।
গোধূলী এ ক্ষণে
তুমি কোথায় হারালে,
জোনাকীরা দিলো আলো
তুমি দ্বীপ জ্বালালে।।
বিরহী এ মনে
প্রণয়ের মাধুরী,
বাঁশরীর সুরে সুরে
মাতে মন ময়ূরী।।
কন্ঠঃ সাঈদ হাসান টিপু
সুরঃ অবসকিওর
চাঁদ কিছু আলো
তোমায় মেখে দিলো,
রঙিন স্বপ্নে কখন
যেন গোধূলী এলো।।
গোধূলী এ ক্ষণে
তুমি কোথায় হারালে,
জোনাকীরা দিলো আলো
তুমি দ্বীপ জ্বালালে।।
বিরহী এ মনে
প্রণয়ের মাধুরী,
বাঁশরীর সুরে সুরে
মাতে মন ময়ূরী।।
কন্ঠঃ সাঈদ হাসান টিপু
সুরঃ অবসকিওর