একাকী

আঁধার ঘেরা এ রাতে
চলছি এক অজানা পথে,
নিঃস্বঙ্গ এ জীবনে
সময় কাটে প্রহর গুনে।

পিছু ফিরে আমায় দেখতে যদি
থমকে দাঁড়িয়ে জীবন নদী,
রক্তিম হৃদয়ে রাঙা আঙিনায়
মলিন পাতা ঝরে পড়ে যায়।

ছিলো আশা স্বপ্ন ভরা
মন নিয়ে ভাঙা-গড়া,
হৃদয়কে দিয়েছো ফাঁকি
আমি হয়ে গেছি বড় একাকী।

আজও এ হৃদয় কাঁদে
বুঝিনি কি অপরাধে,
জীবনের এ কি খেলা
হৃদয় নিয়ে হেলাফেলা।

আমারও মনে কিছু স্বপ্ন ছিলো
মনের আকাশে ছিলো চাঁদের আলো,
জীবনের সুরে তুমি সুর মেলালে
হারিয়ে গিয়ে আমায় কাঁদালে।

কন্ঠ: সাইদ হাসান টিপু
কথা: জানা যায় নি