মাঝ রাতে

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আঁধারে মিলায়,
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো।।
সরোবরে যদি ফোটে রক্তকমল,
অনুভবে বুঝে নেবো মান ভেঙেছো।

রুপালী বিজলী যদি নীরব থাকে,
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি।।
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে,
বুঝে নিও আমি আছি কাছাকাছি।

কন্ঠঃ সাঈদ হাসান টিপু
কথাঃ এহসান
সুরঃ অবসকিওর

(বিঃদ্রঃ গানটির প্রকৃত গীতিকারের এর পুরো নাম জানা যায় নি।)