মমতায় চেয়ে থাকা

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছো আমি আছি আছে সকলেই।
সাগর বেলায় বসে সেই মধু রাত
তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত।

স্বপ্নে ঘেরা ছিল অবুঝ সে দিন
অজানা ব্যাথার মাঝে হয়েছে বিলীন।।
বালুচরে ঝরেছিল যে আঁখিজল
আজো তা হয়ে আছে শিশিরে সজল।

শায়ক বেঁধা পাখী দারুন ব্যাথায়
কেন জানি উড়ে যায় সেই নিরালায়।।
ভেঙ্গে যাওয়া পাখীটির আহত সে মন
তবু কেন দেখে যায় সুখেরই স্বপন।

কন্ঠঃ সাঈদ হাসান টিপু
সুরঃ অবসকিওর