কৈ কাউশ

জঙ্গলে জঙ্গলে বীর ঘুরিয়া বেড়ায়
খোদার খেলা আজব লীলা শিকার নাহি পায়, শিকার নাহি পায়
ক্লান্ত হইয়া ঘুমায় বন্ধু গাছেরই ছায়ায়
বুলগেরিয়া নাম ঘোড়া গাছে বান্ধা রয়, গাছে বান্ধা রয়।

মকর উল্লার মকরবাজ কে বুঝিতে পারে
একদিন গেলেন বীর শিকার করিবারে,
কৈ কাউস নামের বাদশা ইরান শহরে
বড় জবরদস্ত ছিলেন দুনিয়ার উপরে।

সামান গাও বাদশার কন্যা নামে তাহমিনা
সখির সাথে সেই পথে হইলো রওয়ানা,
আচম্বি নজরদার পড়িল দক্ষিনে
আকাশের চন্দ্র যেন দেখিলো জমিনে।

দুই জনের রূপে তোহার মনোমুগ্ধ হলো
হস্ত তুলে মোনাজাত করিতে লাগিল,
ওগো আল্লাহ বাড়ি তালা রহিম রহমান
জীবন সঙ্গী হয় যেন এই রূপবান।

এক মনে এক ধ্যানে মোনাজাত করে
কবুল হইলো দোআ মৌলা হকেরই দরবারে।

মালা বদল করে তাদের শুভ বিয়ে হলো
চাঁদ বদনে ভাই সকলে আল্লাহর নামটি বল, বল আল্লাহর নামটি বল
শিকার করতে যেয়ে বন্ধু গেল শিকার হয়ে
ঘরে ফিরে এলো বন্ধু রাজকন্যা নিয়ে, বন্ধু রাজকন্যা নিয়ে।

গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত
গল্পে তাদের রাজার কথা ফুটতো খৈ এর মতো।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস