হারিয়ে গেলে

বৃষ্টি ভেজা রাতে ফিরি একা
তোমার কথা যেন শোনা যায়,
জ্বালি আলো টিভি-রেডিও
তোমার ছায়া সাথে রয়।

হারিয়ে গেলে কাঁদবোনা
তবু নতুন জীবনে থাকবো একা,
খুঁজে খুঁজে আমি জেনে নেবো
সহজে বেঁচে থাকার উপায়।

কামনায় কিংবা ঘটনায়
তুমি কবে যেন বলেছিলে,
অহংকারই বুঝি ভাঙ্গবে মোদের
আজ তবে নেই সেই ভয়।

বিভ্রান্ত কেন মনে হয়?
আমার বন্ধু কোথায়?

রাস্তায় পরে থাকা খবরের কাগজে
মানুষের গল্প ভরা।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ