এই বুকটা চিড়ে

যদি বুকটা চিড়ে দেখাতে পারি
কতটা হাহাকার নিয়ে বেঁচে আছি,
কি যে আর্তনাদে
একাকার আমি।

একলা স্মৃতির খোলা মাঠে
অন্ধকারের মহা উৎসবে,
হারানো দীর্ঘসময়
খুঁজে বেড়াই আমি।

স্মৃতি স্মৃতি সময় সময়
আর কিছু অন্ধকার,
আরো ঘোর অন্ধকার
ওহু ওহু ও…।

একটা নদীর ধারে
মনে কি পড়ে,
আলোছায়ার লুকোচুরি
হঠাৎ বৃষ্টি ঝড়ে গেল হারিয়ে।

একই আকাশ তলে
এইতো সেদিন,
খুঁজেছি কত কিছু
স্বপ্নের বুনপথে খুব গোপনে।।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস