হে হে হেই সুরাইয়া, বিধি নিষেধ যা আছে তুলে নাও,
ও হো হো সুরাইয়া, অভিমানের দরজা খুলে দাও।
তুমি নিজের মত করে, ওই ঝড়ো বাতাসে
উড়ালিয়া যন্ত্রণা উড়িয়ে দাও।
হেই হে হে হে, ও হো হো হো।।
গোধূলি আকাশটা, এনেছি আজ ছিনিয়ে
যে পথ অচেনা, দেব তোমায় চিনিয়ে।
ধূসর এই বুকে, সেই চেনা নদীতে
রূপালী ভালোবাসার, পাল ওড়াও।
হেই হে হে হে, ও হো হো হো।।
বাঁধার দেয়ালটা, সব ভেঙেচুড়ে আজ
স্বপ্নের জোয়ারে, চাই হতে স্বপ্নবাজ।
ছুড়ে ফেলে সব পুরোনো, কষ্টের ইতিহাস
আবার নতুন করে, স্বপ্ন ওড়াও।
কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস