এয়ার কন্ডিশন মেশিন আছে
মায়ের কাছে
মাইয়ায় কেউরে হাসায়
কেউরে কাঁদায়
কলের পুতুল কলে নাচে।।
চুম্বকে করে আকর্ষণ
পুরুষের ধন করে হরণ
শীত-গরম করে নিয়ন্ত্রণ
মানুষ তৈয়ার করিতেছে।।
স্রষ্টার যে সৃষ্টিধারা
এই ভবে আসিল যারা
মায়ের গর্ভে সবাই গড়া
এতে কি আর দ্বিমত আছে।।
মাইয়াতে রয়েছে শান্তি
ঠিক করে নেও ভাবকান্তি
দূর হলো যার ভুল-ভ্রান্তি
আঁধারে আলো জ্বলেছে।।
ব্যভিচার করবে যারা
জবাবদিহি হবে তারা
আবদুল করিম বুদ্ধিহারা
কী হবে তাই ভাবিতেছে।।
(মনঃশিক্ষা)