আজ প্রথম মে দিবসে
পুরান নতুন দুঃখ ব্যথা
কত কথা মনে আসে।।
দেখ সবাই বিচার করে
নূতন হিসাব নূতন করে
ফিরে আসে বারে বারে
বিশ্বের ইতিহাসে।
মজুর গড়ে দিল প্রাসাদ
থেকে উপবাসে
কৃষক ধরিয়া লাঙ্গল
সৃজিল ধন আপন দেশে।।
দুর্বলের যা সম্বল ছিল
প্রতারক তা কেড়ে নিল
এখন কী করিবে বলো
দাঁড়াবে কার পাশে
লড়াই করে বাঁচতে হবে
হবে না আপোসে
মুক্তিকামী আছ যারা
চলতে হবে সৎসাহসে।।
এই মাটিতে হবে চাষ
লড়াই ছাড়া নাই অবকাশ
শোষণের নাগপাশ
কাটবে নইলে কিসে।
প্রভাতের পূর্বে আঁধার
ঘন হয়ে আসে
করিম বলে তাহার পরে
আকাশে লাল সূর্য ভাসে।।