আজব রঙের ফুল ফুটেছে

আজব রঙের ফুল ফুটেছে
মানবগাছে
চাইর ডালে তার বিশটি পাতা
কী সুন্দর আছে।।

আগায় কলি শিখরে ফুল
ফুলের মধ্যে রয়েছে মূল
এ ছাড়া আর পাবে না কূল
মহাজন বলছে।।

ভ্রমর থাকে মধুর আশে
ফুটলে কলি তাতে বসে
ভ্রমরার গান ভালোবেসে
কুলমান গেছে।।

কালো রূপের আলো দেখে
পির আউলিয়া সাধু লোকে
রূপ দেখে চুপ হয়ে থাকে
কয় না কারো কাছে।।

সুসময়ে খুঁজলাম না ফুল
ফুলে মিলে আল্লাহ রসুল
মূল সাধনে পড়েছে ভুল
করিম ভাবছে।।

(দেহতত্ত্ব)