আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে
ক্ষমা করো তুমি আমারে।
ভুল করেছি পদে পদে দরবারে
ক্ষমা করো তুমি আমারে।।
রিপুর বশে কত করেছি গুনা
কবিরা সগিরা আর জানা-অজানা
করজোড়ে চাহি ফানা নতশিরে-
ক্ষমা করো তুমি আমারে।।
দয়া করে তুমি নিজে বলিলা
লা তান্নাতু মির রহমতুল্লা
আশ্বাসবাণী দিলা সবারে-
ক্ষমা করো তুমি আমারে।।
ইন্নাল্লাহা মাআসসাবিরিন রয়েছে বাণী
সবুরেতে মেওয়া ফলে অন্তরে জানি
আবদুল করিম সেই বাণী বিশ্বাস করে-
ক্ষমা করো তুমি আমারে।।
(আল্লা স্মরণ)