আল্লার বাড়ি মক্কাশরিফ

আল্লার বাড়ি মক্কাশরিফ
বোঝে না মন পাগলে
ব্যক্তি নয় সে শক্তি বটে
আছে আকাশ-পাতালে।।

খোদে খোদা প্রতি ঘটে
আল্লা আছে বিশ্বময়
ক্বালবে মোমিন আর্শে আল্লা
হাদিসে তার প্রমাণ রয়
কী করে পাই তার পরিচয়
নিজে শুদ্ধ না হলে।।

আল্লা-নবি কী বলেছেন
এই হলো আসল বিষয়
শা-রগ হতে আরও কাছে
বলছেন আল্লা দয়াময়
তাহলে সবার মধ্যে রয়
বিচার করো আসলে।।

সে যে হয় দয়াল দাতা
নাম রাহমানুর রাহিম
কাঙালকে করেন দয়া
আমি গুনাগার আজিম
বলে বাউল আবদুল করিম
বন্দি আছি মায়াজালে।।

(ভক্তিগীতি)