আমারে বন্ধু তুমি মনে রাখিও
বুকে বুক লাগাইয়া মায়া দিও।।
তুমি আমারে বন্ধু ভোলো যদি
আমি বুঝিব আমার বিধি বাদি
তুমি আমার গুণনিধি
গোপনে আইও।।
চোখ মুদিলে চিত্রপটে রূপ দেখা যায়
আঁধারে আলো তুমি তাই তো মনে চায়
কেউ না থাকিলে তুমি
আমার হইও।।
বারে বারে তোমারে আর বলিব কত
সামনে আসিবে বন্ধু সুখবসন্ত
দেখা দিয়া জন্মের মতো
শান্তি দিও।।
তোমার কাছে কী আর বলিব আমি
আমি জানি তুমি অন্তর্যামী
করিম বলে দোষ করিলে
ক্ষমা করিও।।
(বিচ্ছেদ)