আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া।।

না আসিলে কাল ভ্রমর কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা।।

কুলমানের আশা ছেড়ে মনপ্রাণ দিয়েছি তারে
এখন যে কাঁদায় আমারে এই কী তার প্রেমধারা।।

শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া।।

আশা পথে চেয়ে থাকি তারে পাইলে হবো সুখী
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা।।

(বিচ্ছেদ)