আমি গান গাইতে পারি না
গানে মিলে প্রাণের সন্ধান
গান গাওয়া মোর হলো না।।
জানি না ভাব-কান্তি
গাইতে পারি না সে গান
যে গান গাইলে মিলে
আঁধারে আলো সন্ধান
গান গাইলেন লালন রাধারমণ
হাসন রাজা দেওয়ানা।।
আরকুম শাহ ফকির শিতালং
বলেছেন মারফতি গাও
সৈয়দ শাহনুরের গানে
শুকনাতে দৌড়াইলেন নাও
করিম বলে প্রাণ খুলে গাও
গাইতে যার বাসনা।।
(দেহতত্ত্ব)