আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া

আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া
আমি জ্বালায় জ্বলিয়া মরি রে।।

ত্যাজিয়া কুলমান
তোমাকে সঁপেছি প্রাণ রে বন্ধুয়া
আমার প্রাণ দিয়া
তোমারে শুধু চাই রে বন্ধুয়া।।

ছেড়ে যদি যাইবায় তুমি
এই মিনতি করি আমি রে বন্ধুয়া
ভুলিও না তোমার হাতে
ধরি রে বন্ধুয়া।।

তুমি যাইবায় দূরদেশে
মুই নারী পাগলের বেশে রে বন্ধুয়া
বল আমি ধৈর্য কিসে
ধরি রে বন্ধুয়া।।

মাথায় হাত রাখিয়া বলো
তুমি যদি আমায় ভালো রে বন্ধুয়া
করিম তার আগে যেন
মরি রে বন্ধুয়া।।

(বিচ্ছেদ)