আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া

আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া।।

বার মাস কিন্যা খাই তেল আনলে কয় লবণ নাই
কী করে যে ইজ্জত বাঁচাই পাই না আর ভাবিয়া।।

বউয়ের কী আমিরানা জর্দা ছাড়া পান খায় না
আমারে বিশ্বাস করে না নানান্‌তা যায় কইয়া।।

আমারও দোষ আছে চিন্তা করে দেখি পাছে
ভালা মাথা পাগল হইছে ভবের নিশা খাইয়া।।

পুয়ার বয়স ষোল্ল বছর পিন্দিতে চায় টেডি কাপড়
হে তো জানে না খবর খায় যে কই থাকিয়া।।

একী জঞ্জালে পাইল দিনে দিনে দিন ফুরাইল
করিম কয় যারা গেল আইলো না ফিরিয়া।।

(আঞ্চলিক)