আমি তোমায় বন্ধু বলে ডাকব

আমি তোমায় বন্ধু বলে ডাকব
রাখো-মারো যাই করো
তোমার আশায় থাকব।।

পাই যদি হে ব্রজের নন্দন
কেটে যাবে ভববন্ধন ও রে
লোকের নিন্দন আগর-চন্দন
সাধ করৈ গায় মাখব।।

না পাই যদি যাব মরে
পাইলে রাখব মনের ঘরে ও রে
নয়নের জল কাজল করে
তোমার ছবি আঁকব।।

থাকবে কাছে ইচ্ছে হলে
যাইতে চাইলে যাবে চলে ও রে
বাউল আবদুল করিম বলে
কেমন করে রাখব।।

(বিচ্ছেদ)