এমন এক রঙের দেশ আছে

এমন এক রঙের দেশ আছে
পাগল বিনা ভালো লোক নাই
সেই দেশে যাইতে পারি না
ভববাজারে ঘুরে বেড়াই।।

দেশের নাম হয় পাগলপাড়া
ভালো লোক নাই পাগল ছাড়া
সে দেশে বাস করে যারা
আত্মসুখে দিয়াছে ছাই।।

সেই দেশেতে যারা থাকে
দোষী কয় বিদেশী লোকে
স্ত্রীকে মা বলে ডাকে
জাতের বিচার সেই দেশে নাই।।

খেলে তারা পঞ্চরসে
গানবাদ্যকে ভালোবাসে
আবদুল করিম ভাবছে বসে
কী করে সেই দেশেতে যাই।।

(নিগূঢ়তত্ত্ব)