আর কিছু চায় না মনে গান ছাড়া
গান গাই আমার মনকে বোঝাই
মন থাকে পাগলপারা।।
গানে প্রাণবন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাব বলে আশা রাখি
না পাইলে যাব মারা।।
গান আমার জপমালা
গানে খোলে প্রেমের তালা
প্রাণবন্ধু চিকনকালা
অন্তরে দেয় ইশারা।।
গানকে ভালোবেসেছিলাম
গানে মন বিকাইয়া দিলাম
দুঃখের বোঝা মাথায় নিলাম
হইলাম সর্বহারা।।
ভাবে করিম দীনহীন
আর কি আসবে শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসবে ভরা।।