আর কতদিন গাইব গো সখি

আর কতদিন গাইব গো সখি
প্রাণবন্ধুর গান
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হলো অবসান।।

সখি আমি একা ছিলাম
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ছেড়ে দিলাম জাতিকুলমান
আপন জেনে প্রাণবন্ধুরে
সোনার যৌবন করলাম দান।।

কাছে নিল ভালোবেসে
এখন থাকে দূর বিদেশে
পাগল বেশে কাঁদে মনপ্রাণ
দেখা দেয় না খবর নেয় না
করিয়াছে অভিমান।।

সে যদি না করে স্মরণ
পাই না যদি যুগল চরণ
বাঁচন-মরণ দুইই এক সমান
আবদুল করিম অন্ধকারে
প্রাণবন্ধু আকাশের চান।।

(বিচ্ছেদ)