আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না

আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
আজ আসবে কাল আসবে বলে গো
আমার দিন যায় না রাত পোহায় না।।

বাঁশিতে ভরিয়া মধু গো বাঁশি বাজাইত কালো সোনা
যেদিন হতে ছেড়ে গেল গো কালার বাঁশির গান আর শুনি না।।

ভুলি ভুলি মনে করি গো ভুলিলেও ভোলা যায় না
নয়ন যদি ভোলে তারে গো আমার পাগল মনে ভোলে না।।

যৌবনে পেয়েছি যারে গো তারে অন্তিমে কি পাব না
পাগল আবদুল করিম বলে গো আমার পাগল মনে বোঝে না।।

(বিচ্ছেদ)