আসি বলে গেল বন্ধু আইল না

আসি বলে গেল বন্ধু আইল না
যাইবার কালে সোনা বন্ধে
নয়ন তুলে চাইল না।।

আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থইলাম
বন্ধু এসে খাইল না।।

সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তার গান গাইলাম
সে আমার গান গাইল না।।

ভুলবো তারে কেমন করে
এই আশাতে যাব মরে
আসে যদি মরণ-পরে
করিমে তো পাইল না।।

(বিচ্ছেদ)