আউলিয়া ইব্রাহিম মস্তান
মোকাম শ্রীপুর
ভক্ত হলে কাছে মিলে
নইলে বহুদূর।।
না জানি কী ভেবেছিলেন
ঘরবাড়ি ছাড়িয়া দিলেন
বন-জঙ্গল কত ঘুরিলেন
কাটিয়া মায়ার ডোর।।
প্রেমের মালা দিয়া গলে
আধ্যাত্মিক সাধনার বলে
রঙবেরঙের খেলা খেলে
ভক্তজনের মনচোর।।
অটল পুরুষ মহামতি
পির বলে রয়েছে খ্যাতি
চেহারায় চান্দের জ্যোতি
পেশানিতে ভাসে নুর।।
মনে সদা এই আকিঞ্চন
পাইতে সে রাঙা চরণ
স্বরূপে হইলে মিলন
দুঃখের নিশি হবে ভোর।।
পির মুর্শিদের আশ্রয় নিলে
অকূলেতে কূল মিলে
বাউল আবদুল করিম বলে
আমি হই এক দিনমজুর।।
(পির-মুর্শিদ স্মরণ)