বলো সখি প্রাণপাখি
কার কুঞ্জে রইল
এ জীবনে ভুলিবে না
আমারে কইল।।
এখন সে গেল ছাড়িয়া
মনপ্রাণ নিল কাড়িয়া
আমারে প্রাণে মারিয়া
কার সঙ্গ লইল।।
প্রেম করিয়া কত জনে
দুঃখ ব্যথা পেয়ে মনে
ঘর ছেড়ে কেউ গেল বনে
দুঃখ সইল।।
সে যে হয় দয়ার সিন্ধু
করিম চায় এক বিন্দু
কী দোষ প্রাণবন্ধু
নিদারুণ হইল।।
(বিচ্ছেদ)