বন্ধু তো আইল না গো

বন্ধু তো আইল না গো
সখি দুঃখ বলবো কারে
পিরিত করে বন্ধে মোরে
কোন বিচারে ছাড়ে গো-
সখি দুঃখ বলবো কারে।।

জেনে আপন জীবন-যৌবন
দিলাম আমি যারে
দুঃখ দিল ছেড়ে গেল
যৌবনের আষাঢ়ে গো-
সখি দুঃখ বলবো কারে।।

কইতে নারি সইতে নারি
যাই না কারো ধারে
কেউ নাই আমার কই যাব আর
বন্ধে যদি মারে গো-
সখি দুঃখ বলবো কারে।।

আশায় আছি মরি বাঁচি
সার করেছি তারে
করিম বলে দয়া হলে
কোলে নিতে পারে গো-
সখি দুঃখ বলবো কারে।।

(বিচ্ছেদ)