বর্তমান সমাজের
ভাব দেখে ভয় পাই
স্বার্থ নিয়ে মারামারি
দয়ামায়া নাই।।
স্বার্থের কথা বলব কত
ব্যক্তিগত দলগত
চলেছে অবিরত
স্বচক্ষে যা দেখিতে পাই।।
ধর্মকথা মুখে বলি
স্বার্থ হলে আগে চলি
কথাবার্তায় আলার ওলি
আসলে ঠগের গোসাই।।
দেশের ধনীমানীগণ
মানুষ হয় তারা কয়জন
জনগণ মিলে সর্বক্ষণ
তাদেরই গুণগান গাই।।
টাকা হলে সব কিছু হয়
এছাড়া অন্য কিছু নয়
টাকা হলো মূল বিষয়
সবাই যখন টাকা চাই।।