দিবানিশি শুনি গো

দিবানিশি শুনি গো
জন্ম নিয়ন্ত্রণের গান
কথা ধরো বিচার করো
নিজের লাভ লোকসান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।

যে-পরিমাণ খাদ্যের দরকার
দেশে তাহা নাই
ঋণ করিয়া আনিতে হয়
যেখানে যা পাই
পরনির্ভরশীল হওয়া
বড় অপমান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।

আসল কথার বিচার করো
মিলিয়া সকলে
ভাবিয়া কাজ করিতে হয়
জ্ঞানী গেছেন বলে
হিসাব করে কর্ম করা
জ্ঞানীর এই বিধান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।

ভালো কথা নিজে বোঝো
অন্যেরে বোঝাও
জনসংখ্যা রোধ করো
আর উৎপাদন বাড়াও
নিজে বাঁচো দেশকে বাঁচাও
বাড়াও দেশের মান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।

দেশের সমস্যার মধ্যে
দুর্নীতি প্রধান
দুর্নীতি থাকলে সমস্যার
নাই সমাধান
করিম বলে সময় থাকতে
হও সাবধান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।

(বিবিধ)