দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো

দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো
কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো, দীনবন্ধু রে।।
একবিন্দু পানি দিয়া রে ওরে বন্ধু সৃজন করিয়া
মায়ের বুকে দুগ্ধ দিয়া রাখিলা বাঁচাইয়া, দীনবন্ধু রে।।

মানবজন্ম পাইয়া বন্ধু রে ওরে বন্ধু বিফলে দিন গেল
অন্ধকার ঘর যে আমার হইল না আর আলো, দীনবন্ধু রে।।

তোমায় পাব সুখী হব রে ওরে বন্ধু এই বাসনা মনে
সাধন-ভজনহীন আমি পাইব কোন গুণে, দীনবন্ধু রে।।

রাহমান রহিম তুমি রে ওরে বন্ধু গাফুরো রহিম
তোমার কাছে পানা চাহে বাউল আবদুল করিম, দীনবন্ধু রে।।

(ভক্তিগীতি)