দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
মুক্ত করে দাও গো দয়াল
বন্দি আছি মায়াজালে।।
তুমি যে হও জগৎস্বামী
তুমি সবার অন্তর্যামী
এই আবেদন করি আমি
পাই যেন অন্তিমকালে।।
যখন যে বিপদে পড়ে
তার ভাষায় সে স্মরণ করে
প্রাণ খুলে যে বলতে পারে
নিজের ভাষায় বলিলে।।
বিফলে জীবন চলে যায়
উদ্ধারিয়া লও গো আমায়
বাংলাভাষাতে তোমায়
বলে করিম বাঙালে।।
(আল্লা স্মরণ)