গান শুনিয়া চমকে উঠে প্রাণ

গান শুনিয়া চমকে উঠে প্রাণ
কই যাওরে ভাটিয়াল নাইয়া
ললিত সুরে গাইয়া গান।।

বাঁকা তোমার মুখের হাসি
দেখে মন হইল উদাসী রে
হইতায় যদি দেশের দেশী
সোনার যৌবন করতাম দান।।

নৌকায় তোমার কী মাল ভরো
কোন দেশে মাল চালান কর রে
উজান-ভাটি কেন কর
বুঝি না রে তার সন্ধান।।

আবদুল করিম কয় কাঁদিয়া
বলি ও সুজন নাইয়া রে
আমারে তোর নায় তুলিয়া
তোমার দেশে দেও চালান।।

(বিচ্ছেদ)